বুধবার (৪ জানুয়ারি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক তৌহিদ জামাল অমি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।
ভর্তি জালিয়াতি ইস্যুকে কেন্দ্র করে সংগঠন দু’টির বিতর্কিত সিদ্ধান্তের জন্যে এমন সিদ্ধান্ত নেয় জোট।
স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া সংগঠন দু’টি হলো- শেকড় এবং শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (এসইউডিএস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জালিয়াতির হোতাদের বিচার না হওয়া, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রশাসনের অর্থায়নে অনুষ্ঠান না করার সিদ্ধান্ত অমান্য করা এবং কমপক্ষে তিনবার শোকজ দেওয়ার পরও জোটের বিরুদ্ধে অসাংগঠনিক কার্যকলাপের কারণে তাদের স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে জোটের আহ্বায়ক তৌহিদ জামাল বাংলানিউজকে বলেন, জোটের সিদ্ধান্ত অমান্য করায় তাদের স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
জিপি/আরআই