রোববার (০৮ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আইইউবির নিজস্ব ক্যাম্পাসে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনেটি চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সরকারের প্রতিনিধিসহ প্রায় ২০০ দেশি-বিদেশি গবেষক ছয়টি বৃহৎ ও ১৪টি কার্যকরী অধিবেশনে অংশ নেবেন।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্ট’র (আইসিসিসিএডি) পরিচালক ড. সালিমুল হক উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের অধ্যাপক ড. গ্রেগ বি ওয়াকার। সভাপতিত্ব করেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজর নির্বাহী পরিচালক ড. আতিক রহমান।
অনুষ্ঠানে আইইউবির উপ-উপাচার্য (ডেজিগনেট) অধ্যাপক মিলান পাগনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, দেশীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষক এবং জাতীয় ও আর্ন্তজাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এএটি/টিআই