ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিলের দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিলের দাবিতে বগুড়ায় মানববন্ধন

বগুড়া: পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকরণ ও ভুলে ভরা পাঠ্যপুস্তক বাতিল এবং জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও শিশু-কিশোর মেলা।

সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে শহরের সাতমাথায় এ কর্মসূচি পালন করা হয়।
 
জেলা ছাত্রফ্রন্টের সভাপতি রাধা রানী বর্মনের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাসদের জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, ছাত্রফ্রন্টের জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, ছাত্রনেতা ওসমান গণি মুন, ধনঞ্জয় বর্মন, শিশু-কিশোর মেলার সংগঠক অদিতি অতিন্দ্রীলা অনান্তি প্রমুখ।


 
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের জোরালো শাস্তি দাবি করেন।    
 
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমবিএইচ/বিএস
 
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।