ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৫ জানুয়ারি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
জবিতে ১ম বর্ষের ক্লাস শুরু ১৫ জানুয়ারি

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের সব ইউনিটের ক্লাস আগামী ১৫ জানুয়ারি (রোববার) থেকে শুরু হবে।

বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বিবিএ ও অনার্স (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১৫ জানুয়ারি থেকে শুরু হবে।

এদিন থেকে বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬টি বিভাগে একযোগে ক্লাস শুরু হবে।

এবার সরকারি আদেশ ও চাকরির বাজারে চাহিদা থাকায় নতুন আরো তিনটি বিভাগের যাত্রা শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
ডিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।