ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ৭ম জাতীয় রসায়ন অলিম্পিয়াড সম্পন্ন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
শাবিপ্রবিতে ৭ম জাতীয় রসায়ন অলিম্পিয়াড সম্পন্ন শাবিপ্রবিতে অলিম্পিয়াড উদ্বোধন

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭ম জাতীয় রসায়ন অলিম্পিয়াডের সিলেট বিভাগীয় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় মুক্তমঞ্চে অলিম্পিয়াড উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। বাংলাদেশ রসায়ন সমিতির আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. নিজাম উদ্দিন, সহকারী অধ্যাপক মাসুম তালুকদার প্রমুখ।

ড. নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

পরে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম। প্রতিযোগিতায় বিজয়ী ১০জনের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।