ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’র দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
শাবিপ্রবি’র দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ দুই নেতাকে হল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল প্রভোস্ট শাহেদুল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃত দুই নেতা হলেন- যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ যুবায়ের এবং তথ্য ও গবেষণা সম্পাদক এমদাদুল হক মিলন, তারা উভয়েই সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী।

প্রভোস্ট শাহেদুল হোসেন বাংলানিউজকে বলেন, গত ৩১ ডিসেম্বর শাহপরান হলের ৪২৪নং কক্ষের তালা ভাঙচুর করা হয়। ভাঙচুরের বিষয়ে যুবায়ের এবং মিলন সহকারী প্রভোস্ট ওমর ফারুক এবং আশীষ কুমারের সামনে স্বীকারোক্তি দেন।

এ ঘটনায় রোববার (১ জানুয়ারি) যুবায়ের এবং মিলনকে শোকজ করা হলেও তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদের হল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সাধারণ সম্পাদক ইমরান খান বাংলানিউজকে বলেন, কর্তৃপক্ষ আইন অনুযায়ী যে ব্যবস্থা নেবে আমরা তাতে সহযোগিতা করবো।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।