ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে শর্ট ফিল্ম ফেস্টিভাল

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
বাকৃবিতে শর্ট ফিল্ম ফেস্টিভাল বাকৃবিতে শর্ট ফিল্ম ফেস্টিভাল-ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শর্ট ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে। ফেস্টিভালে ১৬টি শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ ফেস্টিভালের আয়োজন করে কাইটস মাল্টিমিডিয়া।

ফেস্টিভালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও আনন্দ মোহন কলেজের শিক্ষার্থীদের নির্মিত শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়।

প্রদর্শনী শেষে শর্ট ফিল্ম নির্মাতাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

সনদ বিতরণী অনুষ্ঠানে কাইটস মাল্টিমিডিয়ার পরিচালক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম রিপন ও ড. নাজমুল হক শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আজহিয়াত হিয়া।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।