ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে গল্পকারদের সম্মেলন শনিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
জাবিতে গল্পকারদের সম্মেলন শনিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাহিত্য-সংস্কৃতি বিষয়ক দ্বি-মাসিক পত্রিকা ‘পাতাদের সংসার’র তৃতীয়

বর্ষপূতি উপলক্ষ্যে গল্পকার সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বাংলানিউজকে এ তথ্য জানান পত্রিকাটির সম্পাদক হারুন পাশা।

তিনি বলেন, দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে গল্পকার সম্মেলন। শনিবার সকাল সাড়ে দশটায় সম্মেলনের উদ্বোধন করবেন বাংলা গল্পের রাজপুত্র হাসান আজিজুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী ও বাংলাদেশ কর্মকমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির প্রমুখ।

সম্মেলনের প্রথম সেশনে থাকছে গল্পকারদের গল্প ভাবনা শেয়ার। দ্বিতীয় সেশনে থাকবে মোড়ক উন্মোচন, আলোচনা অনুষ্ঠান, গল্পপাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় একশোজন গল্পকার অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।