ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে খুলনায় র‌্যালি

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে খুলনায় র‌্যালি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে খুলনায় র‌্যালি-ছবি: বাংলানিউজ

খুলনা: জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৭ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিরাব (০৪ মার্চ) সকাল ৯টায় মহানগরীর শিববাড়ি মোড় থেকে এ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাদিস পার্কে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথি থেকে র‌্যালি উদ্বোধন করেন অতিরিক্ত খুলনা বিভাগীয় কমিশনার মো. ফারুক হোসেন। র‌্যালিতে খুলনা বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকরা অংশ নেন।

র‌্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর খুলনা অঞ্চলের পরিচালক টি এম জাকির হোসেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান ও এডিসি শিক্ষা গিয়াস উদ্দিন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতর খুলনা অঞ্চল এসব অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
এমআরএম/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।