ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির সূর্য সেন হলের সুবর্ণজয়ন্তী ১০ মার্চ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৭
ঢাবির সূর্য সেন হলের সুবর্ণজয়ন্তী ১০ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্য সেন হলের সুবর্ণজয়ন্তী আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৩টা থেকে টিএসসিতে গিফট বক্স দেওয়া হবে প্রাক্তনদের।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সূর্য সেন হল সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।  

এ সময় উপস্থিত ছিলেন সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুম মুনীর, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রাক্তনী সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মো. নিয়াত আলী ও সাবেক অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, সূর্য সেন হলের অনেক ছাত্র দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের মেলবন্ধন হবে। হলের বর্তমান ছাত্ররা তাদের দেখে অনুপ্রেরণা লাভ করবেন। জীবনের লক্ষ্য নির্ধারণে তাদের সহায়ক হবে।

তিনি আরও বলেন, হলের প্রাক্তনদের সহায়তায় ছাত্রদের জন্য পড়াশোনার পরিবেশ তৈরির জন্য ৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সেখান থেকে ১০ কোটি টাকা হলের মেধাবী, দরিদ্র শিক্ষার্থীদের প্রতি মাসে ৩০০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে।

এছাড়া ৯ মার্চ হলের উন্মুক্ত চত্বরে সন্ধ্যায় কনসার্টের আয়োজন করা হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৭
এসকেবি/আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।