ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাটুরিয়ার বালিয়াটি বিদ্যালয় জাতীয়করণের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
সাটুরিয়ার বালিয়াটি বিদ্যালয় জাতীয়করণের দাবি মানববন্ধন সাটুরিয়ার বালিয়াটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, কর্মচারী, শিক্ষাথী ও তাদের অভিভাবকসহ অন্তত দুই হাজার মানুষ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্কুলের সামনে থেকে উপজেলা চত্বর পর্যন্ত সড়কের দু’পাশে দাড়িয়ে এ মানবন্ধনে অংশ নেন তারা।

স্কুলের প্রধান শিক্ষক মো. আছালত জামান খানের সভাপতিত্বে মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বালিয়াটি ইউনিয়ন আ.লীগের সভাপতি ও চেয়ারম্যান মো. রুহুল আমীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. আবুল হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে স্কুলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ফারজানা সিদ্দিকীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি দেওয়া হয়।

চেয়ারম্যান মো. রুহুল আমীন বলেন, ১৯৮৯ সালের বন্যায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ দিতে সাটুরিয়ায় আসেন। তিনি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরশেদ আলী চৌধুরীর অনুরোধে বেগম সাজেদা চৌধুরী ও বেনজীর আহমেদসহ সফর সঙ্গীদের সামনে বলে ছিলেন ক্ষতায় গেলে এ স্কুলকে জাতীয়করণ করবেন

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল হোসেন বলেন, উপজেলার অন্যতম প্রাচীন স্কুল, শিক্ষার পরিবেশ, শিক্ষার গুনগত মান সম্পন্ন থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে বালিয়াটি ঈশ্বও চন্দ্র উচ্চ বিদ্যলয়কে পাশ কাটানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।