ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ময়মনসিংহকে প্রাথমিক শিক্ষার মডেল হিসেবে গড়ে তুলতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
ময়মনসিংহকে প্রাথমিক শিক্ষার মডেল হিসেবে গড়ে তুলতে হবে বক্তব্য রাখছেন ময়মনসিংহের জেলা প্রশাসক খলিলুর রহমান

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলাকে মানসম্মত প্রাথমিক শিক্ষার মডেল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তাদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান। 

তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, সকল বিদ্যালয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন করে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে।

তাদের শারীরিক, মানবিক, মানসিক ও নান্দনিকভাবে গড়ে তুলতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুশীলন করাতে হবে।  

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ সম্পর্কিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।  

সভায় জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭ 
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।