ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সরকারি হলো ১২ মডেল স্কুল অ্যান্ড কলেজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
সরকারি হলো ১২ মডেল স্কুল অ্যান্ড কলেজ

ঢাকা: সরকার দেশের ১২টি বেসরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারিকরণ করেছে।

ঢাকার মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ সরকারি হয়েছে।  

এছাড়া চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট মডেল স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারি করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আদেশে বলা হয়েছে, এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না।

সরকারি কলেজ নেই এমন উপজেলায় ২৮৩টি বেসরকারি কলেজকে ধাপে ধাপে সরকারি করে আদেশ জারি করছে শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।