ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি’র ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
শাবিপ্রবি’র ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়া হয়।

একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. কবির হোসেন বাংলানিউজকে জানান, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ১৪৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অধ্যাপক ড. আব্দুল গণিকে সভাপতি ও সহযোগী অধ্যাপক মহিবুল আলমকে সদস্য সচিব করে ৩১ সদস্যের ভর্তি কমিটি গঠন করা হয়েছে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল গণি বাংলানিউজকে বলেন, শিগগিরিই ভর্তি কমিটি তাদের কাজ শুরু করবে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বের ১৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।