ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৪ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
ববিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৪ সেপ্টেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী রোববার (২৪ সেপ্টেম্বর)। ওই দিন দুপুর ২টা থেকে শুরু হওয়া আবেদনের সময় শেষ হবে ২৪ অক্টোবর রাত ১২ টায়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে  admission.eis.bu.ac.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি উপরোক্ত ওয়েবসাইট ছাড়াও barisaluniv.ac.bd এবং barisaluniv.edu.bd তে পাওয়া যাবে।

২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ নভেম্বর।  

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীন ২০টি বিভাগের পাশাপাশি চলতি ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে নতুন আরও দু’টি বিভাগ সংযোজিত হয়েছে। যার একটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং অন্যটি বায়োকেমেস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।