ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শ্রীমঙ্গল ভিক্টোরিয়ার ৬ শিক্ষককের বিদায় সংবর্ধনা 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
শ্রীমঙ্গল ভিক্টোরিয়ার ৬ শিক্ষককের বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গল ভিক্টোরিয়ার ৬ শিক্ষককের বিদায় সংবর্ধনা 

মৌলভীবাজার: জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ছয় শিক্ষক-শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

বিদায়ী শিক্ষকরা হলেন- কানাই লাল দাশ, সুশান্ত কুমার দে, মো. সিরাজুল ইসলাম কোরেশী, বেনুধর ভট্টাচার্য, রাশেদা বেগম ও শাহনাজ পারভীন। ছয় শিক্ষকের মাঝে কেউ কেউ অবসরগ্রহণ করেছেন এবং কেউবা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরিতে নিয়োজিত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ।

প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বিজয় কান্তি ভট্টাচার্য, গীতা গোস্বামী, একলিম মাহমুদ, রণজিৎ রায় রণ প্রমুখ।  

এছাড়াও কানাই লাল দাশ, সুশান্ত কুমার দে, মো. সিরাজুল ইসলাম কোরেশী, বেনুধর ভট্টাচার্য, রাশেদা বেগম এবং শাহনাজ পারভীনসহ ছয় শিক্ষকের বক্তব্যেই অবেগময় পরিস্থিতির সৃষ্টি হয়।  

১৯২৪ সালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সাফল্য ও উৎকর্ষতা ধরে রেখেছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
বিবিবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।