ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আশুরা ও দুর্গাপূজার ছুটি শেষে বেরোবির ক্লাস শুরু বুধবার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭

বেরোবি (রংপুর): পবিত্র আশুরা ও দুর্গাপূজা শেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বুধবার (৪ অক্টোবর) থেকে ক্লাস শুরু হচ্ছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, টানা সাত দিনের ছুটি শেষে বুধবার থেকে ক্লাস শুরু হলেও প্রশাসনিক সব কার্যক্রম মঙ্গলবার থেকেই শুরু হয়েছে।

সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের লক্ষ্মীপূজা উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম  বন্ধ থাকবে বলেও জানান তিনি।

পবিত্র আশুরা ও দুর্গাপূজা উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিলো।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।