ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু ১০ নভেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
বশেমুরবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু ১০ নভেম্বর

গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

এবারে আটটি ইউনিটের অধীনে ২৫ বিভাগে সর্বমোট ২ হাজার ৪৫৯ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে।

ইউনিট সমূহ হলো- এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ।

ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর। এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ নভেম্বর। এ এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর। সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীরা বুধবার (০৪ অক্টোবর) রাত ১২টা ১ মিনিট থেকে ৩১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd এ প্রচারিত নিয়মাবলী অনুসারে অনলাইনে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ ইউনিটের অধীনে বিভাগ সমূহ হলো-কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং।

বি ইউনিটের অধীনে বিভাগ সমূহ হলো- গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা।

সি ইউনিটের অধীনে বিভাগ সমূহ হলো- ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মনোবিজ্ঞান।

ডি ইউনিটের অধীনে বিভাগ সমূহ হলো- ইংরেজি, বাংলা।

ই ইউনিটের অধীনে বিভাগ সমূহ হলো- সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক।

এফ ইউনিটের অধীনে বিভাগ সমূহ হলো- ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং।

জি ইউনিটের অধীনে বিভাগ হলো- আইন।

এইচ ইউনিটের অধীনে বিভাগ সমূহ হলো- কৃষি, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স।

এবারে মূল আসনের অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় পাঁচ শতাংশ, প্রতিবন্ধী কোটায় এক শতাংশ, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় এক শতাংশ, ক্ষুদ্র নৃ গোষ্ঠী কোটায় এক শতাংশ ও পোষ্য কোটায় এক শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ৫০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।