ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ৪

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ৪ ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে আটক ৪- ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পারীক্ষায় জালিয়াতির দায়ে চার জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে পরীক্ষা চলাকালীন সময়ে তাদের আটক করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

আটকরা হলেন- আল ইমরান ও নূরে আলম আরিফ। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ থেকে ডিভাইসসহ আটক করা হয়। তারা বর্তমানে প্রক্টর অফিসে রয়েছে।

বাকি দু’জনকে এখনো নিয়ে আসা হয়নি। তাদেরকে লালমাটিয়া কলেজ ও শেখ বোরহান উদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ থেকে আটক করা হয়েছে।

এর আগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৮৭টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা শুরু হয়। এ বছর এক হাজার ৭৬৫টি আসনের বিপরীতে ৮৯ হাজার ৫০৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন।

বাংলাদেশ: সময় ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।