ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
বরিশালে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল বরিশালে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ-মিছিল

বরিশাল: অনার্স তৃতীয় বর্ষের স্থগিত করা ফলাফল প্রকাশ এবং চতুর্থ বর্ষে ফরম পূরণের দাবিতে বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বিএম কলেজের সব বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের সামনের সড়কে এসে শেষ হয়।

পরে সেখানে একই দাবিতে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মাহামুদ হাসান মাহি, রাজিব হোসেন ও পপি আক্তার।

এ সময় বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষে অকৃতকার্য শিক্ষার্থীরা পাস না করা পর্যন্ত তৃতীয় বর্ষের ফলাফল স্থগিত রাখা ও দ্বিতীয় বর্ষের অকৃতকার্য শিক্ষার্থী পাস না করা পর্যন্ত চতুর্থ বর্ষে ফরম পূরণ করতে পারবে না, এমন নিয়মে বেঁধে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

আর সেই করণে তৃতীয় বর্ষের স্থগিত রাখা ফলাফল প্রকাশ এবং চতুর্থ বর্ষে ফরম পূরণের দাবি জানান।  ন্যথায় শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।