ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হল অব্যবস্থাপনায় শাবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
হল অব্যবস্থাপনায় শাবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বঙ্গবন্ধু হলে দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা সমাধানের দাবিতে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ বরাবর ৬ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়।

দাবিগুলো হলো- হলের ডাইনিং ও ক্যান্টিনে নিম্নমানের খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রতিকার, ওয়াইফাইয়ের বিপর্যয়কর অবস্থার নিরসন, হলের ওয়াশরুম নিয়মিত পরিস্কার করা, হলে স্টেশনারি দোকানের ব্যবস্থা করা, রিডিং রুমের সংখ্যা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স সমস্যার প্রতিকার।

শিক্ষার্থীরা হল প্রভোস্ট, ডাইনিং ও ক্যান্টিন মালিকের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন।

উপাচার্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলেও জানান শিক্ষার্থীরা।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, অতি দ্রুত এসব সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।