ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজীবপুরে বন্যার্তদের পাশে বাকৃবির শিক্ষার্থীরা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
রাজীবপুরে বন্যার্তদের পাশে বাকৃবির শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বন্যার্তদের শিক্ষা উপকরণ ও আর্থিক সাহায্য দেয়া হয়েছে। 

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার চরনেওয়াজী প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।  

পরে উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ২৮০ জন বন্যাদুর্গত লোকদের মাঝে এক হাজার করে টাকা বিতরণ করা হয়।

বাকৃবি শাখা ছাত্রলীগের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৫৭ শিক্ষার্থীর এক মাসের শিক্ষা বৃত্তির মোট ৩ লাখ ৭৯ হাজার ৪০০ টাকায় এই সহায়তা করা হয়েছে।

ত্রাণ বিতরণের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল, ছাত্র ইউনিয়নের মো. জুবায়ের ইবনে কামাল ও মো. আব্দুর রাজ্জাক, ছাত্র ফ্রন্টের (বাসদ মার্কসবাদী) প্রেমানন্দ দাস, বাঁধনের সাধারণ সম্পাদক ওমর খৈয়াম এবং বাকৃবি সাংবাদিক সমিতির সদস্য মো. মুসফিকুর রহমান সিফাত ও মো. নাবিল তাহমিদ উপস্থিত ছিলেন।

এসময় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য বাকৃবির সকল সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাকৃবি শাখা ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।