ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনইউ’র মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এনইউ’র মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় ৮১.২১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

২৮টি বিষয়ে সারাদেশে ১০১টি কলেজের ৮১,১৬০ জন পরীক্ষার্থী মোট ৭৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়ে ৬৫৯১১ জন উত্তীর্ণ হন।  

প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং  www.nubd.info থেকে পাওয়া যাবে।

এছাড়াও যেকোনো  মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে nu<space>mp<space> Roll লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সের বিএড/বিএমএড/বিএসএড/বিপিএড/এমএড/এমএসএড/এমপিএড/এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/এলএলবি শেষ বর্ষের ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময় ৬ নভেম্বর ২০১৭ তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।  

 এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) থেকে জানা যাবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।