ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নওগাঁয় শিক্ষকের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
নওগাঁয় শিক্ষকের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

ঢাকা: নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মো. বেল্লাল হোসেনসহ অন্যান্য সহকর্মীদের ওপর কতিপয় ছাত্র নামধারী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। 

হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিসিএস সাধারণ শিক্ষা সমিতি এক বিবৃতিতি জানায়, কর্মস্থলে সহকর্মীদের নিরাপত্তাহীনতায় সমিতি গভীরভাবে উদ্বিগ্ন।
 
হামলাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করার জন্য বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি ও মাহাসচিব জোর দাবি জানিয়েছেন।

বদলিজনিত কারণে সোমবার (৩০ অক্টোবর) কলেজের বাংলা বিভাগের একটি অনুষ্ঠানে হামলা চালিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ভাংচুর এবং অধ্যাপক বেল্লাল হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
এমআইএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।