ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে চলছে জেএসসি পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
বরিশালে শান্তিপূর্ণ পরিবেশে চলছে জেএসসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে চলছে জেএসসি পরীক্ষা

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে চলছে। 

সারাদেশের সঙ্গে একযোগে বরিশালেও বুধবার (০১ নভেম্বর) সকাল ১০টা থেকে যথারীতি শুরু হয় জেএসসি পরীক্ষা।

শিক্ষা বোর্ডের দেয়া তথ্যনুযায়ী, এবছর বরিশালে ১ লাখ ২১ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

যা গত বছরের চেয়ে ৪ হাজার ৫২৬ জন বেশি। এছাড়া গত বছরের চেয়ে ১০টি কেন্দ্র বেড়ে এবার ১৭২টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ৬৪ হাজার ৫৪৪ ছাত্রী ও ৫৭ হাজার ৪৩৮ ছাত্র রয়েছে।

বোর্ডের অধীন ৬ জেলায় বেশি পরীক্ষার্থী রয়েছে বরিশাল জেলায় ৩৯ হাজার ১ জন।  

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল অজিম বাংলানিউজেকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে চলছে জেএসসি পরীক্ষা। তবে বুধবার পরীক্ষায় অংশ নেয়া ছাত্র-ছাত্রীর মধ্যে অনুপস্থিতির সংখ্যা পরীক্ষা শেষে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।