ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবি প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
ইবি প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ইবি: আগামী ৭ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে প্রশাসন ভবনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার স্থানীয় দৈনিক পত্রিকার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, কুষ্টিয়া-ঝিনাইদহ জেলার বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা এবং বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমাবর্তনের প্রচার উপ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মেহের আলীর সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক তিয়াশা চাকমার উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী।

মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী সাংবাদিকদের উদ্দেশে বলেন, নানা মাত্রিক সংকটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ায় আমরা আমাদের কাঙ্ক্ষিত  লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তবে বর্তমান প্রশাসন দায়িত্ব নেয়ার পর পরই বিশ্ববিদ্যালয়ের মেজর এবং মাইনর সমস্যা নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসন সমাবর্তনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আশা করি সাংবাদিকসহ সবার সহায়তায় আমরা সফল একটা সমাবর্তন উপহার দিতে পারবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. জাকারিয়া রহমান, রেজিস্টার এস এম আব্দুল লতিফ প্রমুখ।  

মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।