ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জেএসসি-জেডিসিতে দ্বিতীয় দিন অনুপস্থিত ৬২ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
জেএসসি-জেডিসিতে দ্বিতীয় দিন অনুপস্থিত ৬২ হাজার বাংলানিউজ ফাইল ফটো

ঢাকা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিন সারা দেশে ৬১ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছে ২০ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২ নভেম্বর) জেএসসিতে বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা হয়েছে।
 
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান জানান, দ্বিতীয় দিন ২৩ লাখ ২৮ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নিলেও অনুপস্থিত ছিল ৬১ হাজার ৯৮৯ জন।


 
ঢাকা বোর্ডে ১৩ হাজার ৮২৫ জন এবং রাজশাহী বোর্ডে চার হাজার ৮শ জন, কুমিল্লা বোর্ডে চার হাজার ৬৭০ জন, যশোরে চার হাজার ৯শ ৫৫ জন, চট্টগ্রামে দুই হাজার ৯শ ৩৯ জন, সিলেটে দুই হাজার ৪শ ৩১ জন, বরিশালে তিন হাজার ৩শ ৯৪ জন এবং দিনাজপুর বোর্ডে চার হাজার ৪শ ৮২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
 
মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ২০ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
 
এদিন ঢাকা শিক্ষা বোর্ডে ১১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে সাতজন এবং কুমিল্লা ও বরিশাল বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কার হয়।

প্রথম দিন অনুপস্থিত ছিল ৬০ হাজার ৮শ ৯৩ জন। এ নিয়ে দু’দিনে অনুপিস্থিতির সংখ্যা দাঁড়ালো প্রায় ১ লাখ ২২ হাজার।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।