ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি আইবিএ’র প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
ঢাবি আইবিএ’র প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এর প্রথম বর্ষের স্নাতক সম্মান (বিবিএ’র ২৬তম ব্যাচ) শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শেষ হয় বেলা ১২টায়।

 

পরীক্ষা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ইনস্টিটিউটের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।  

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন,  ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ, প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইবিএ’র ভর্তি পরীক্ষায় মোট ১২০টি আসনের বিপরীতে ৬৯৭৪ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশ নেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।