ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৬ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৭
বশেমুরবিপ্রবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৬ জন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় ৭৬ হাজার ৭৫৩ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এবারে ৮টি ইউনিটের অধীনে ৩১ বিভাগে সর্বমোট ৩ হাজার ১ জন (কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য ২৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে।

শুক্রবার (০৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ ইউনিটে ১২ হাজার ৪৯৪ জন, বি ইউনিটে ৯ হাজার ৩৮৮ জন, সি ইউনিটে ১৫ হাজার ৩২১ জন, ডি ইউনিটে ৫ হাজার ৯৬৩ জন, ই ইউনিটে ১২ হাজার ৬৫৫ জন, এফ ইউনিটে ৬ হাজার ৩ জন, জি ইউনিটে ৫ হাজার ৪০২ জন, এইচ ইউনিটে ৯ হাজার ৫২৭ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে।
                         
ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর, এফ ও জি ইউনিটের ভর্তি পরীক্ষা ১১ নভেম্বর,  এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ নভেম্বর,  সি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.bsmrstu.edu.bd জানা যাবে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।