ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
ঢাবিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিদেশি ছাত্র-ছাত্রীদের শিক্ষা সংক্রান্ত যাবতীয় পরামর্শের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলার ২০৮(ক) ও ২১২ নং কক্ষে ‘হেল্প ডেস্ক’ খোলা হয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিদেশি শিক্ষার্থীদের আগমন ও প্রত্যাগমন, ভর্তি বিজ্ঞপ্তি, বৃত্তি সংক্রান্ত তথ্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও গবেষণা সংক্রান্ত যাবতীয় পরামর্শ চালু হওয়া ‘হেল্প ডেস্ক ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট’ শাখা থেকে দেওয়া হবে।

 

এছাড়া যেকোনো তথ্যের জন্য ই-মেইলে: internationalhelpdeskdu@gmail.com, registrar@du.ac.bd, vcoffice@du.ac.bd যোগাযোগ করা যাবে এবং এ সংক্রান্ত তথ্য http://www.du.ac.bd, http://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।