ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৯ নভেম্বর শুরু 

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এ পরীক্ষা চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত। 

এবার ৫টি ইউনিটের আওতায় ১৯টি বিভাগে ৯৮০টি আসনের বিপরীতে মোট ৩৮ হাজার ৫২১টি আবেদন জমা পড়েছে। এতে প্রতিটি আসনের বিপরীতে ৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবে।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক এ. এইচ. এম. কামাল এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, প্রথম দিন ১৯ নভেম্বর ‘এ এল’ ইউনিট, ২০ নভেম্বর ‘এ পি’ ইউনিট, ২১ নভেম্বর ‘বি’ ইউনিট, ২২ নভেম্বর ‘সি’ ইউনিট ও ২৩ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.jkkniu.edu.bd) পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭ 
এমএএএম/আরআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।