ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

হাবিপ্রবি'র ভর্তি পরীক্ষায় ২জনের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
হাবিপ্রবি'র ভর্তি পরীক্ষায় ২জনের কারাদণ্ড

দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে ভুয়া দুই পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত প্রসেনজিৎ কুমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র  এবং নওগাঁর বাসিন্দা ও মিলন রায় ভর্তি পরীক্ষার পরীক্ষার্থী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামান জানান, সকালে বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনে ভর্তি পরীক্ষা চলছিলো। এসময় ভুয়া ওই দুই পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে প্রসেনজিৎ ১৫  ও মিলন রায়কে সাতদিন কারাদণ্ডাদেশ দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।

হাবিপ্রবিতে ২০১৮ শিক্ষাবর্ষে ১ হাজার ৯৯৫ আসনের বিপরীতে ১ লাখ ১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।