ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

১ম বর্ষ ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
১ম বর্ষ ডিগ্রি ও সার্টিফিকেট কোর্সের ফল প্রকাশ জাতীয় বিশ্ববিদ্যালয় (ফাইল ফটো)

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (০৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, সারা দেশের ১৮১৬টি কলেজের মোট ৬৯৩ টি কেন্দ্রে ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

গড় পাসের হার ৮৩ দশমিক ৩১।

কলেজওয়ারি ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info)  থেকে অথবা যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে q nu deg Reg. No  লিখে 16222 নম্বরে Send করলে ফল জানা যাবে ।

এছাড়া ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি/অভিযোগ থাকলে প্রকাশিত ফল পুনঃনিরীক্ষণের জন্য ০৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।