ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিএম কলেজের ছাত্রাবাসে পুলিশি অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
বিএম কলেজের ছাত্রাবাসে পুলিশি অভিযান

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর কলেজ কর্তৃপক্ষের সহায়তায় ছাত্রাবাসে অভিযান চালিয়েছে পুলিশ।

এ সময় ছাত্রাবাসের রুমগুলো থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, ১০টি ছোট রড, নয়টি পাইপ, একটি দা ও ১টি চাকু উদ্ধার করা হয়। ছাত্রাবাস থেকে কাউকে আটক করা না হলেও ক্যাম্পাস থেকে শুভ নামে এক বহিরাগতসহ দু'জনকে আটক করে পুলিশ।

আটককৃতদের বুধবার (১৫ নভেম্বর) ৫৪ ধারায় আদালতের কাছে সোপার্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে বিএম কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসে ওই অভিযান চালায় পুলিশ।

বুধবার দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন।

বাংলা‌দেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।