ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে শুরু ৪ দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
জাবিতে শুরু ৪ দিনব্যাপী ইয়ুথ লিডারশিপ ট্রেনিং

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়ুথ এন্ডিং হাঙ্গারের উদ্যোগ শুরু হতে যাচ্ছে ৪ দিনব্যাপী অ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশিপ ট্রেনিং।

বুধবার (১৫ নভেম্বর) সংগঠনটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সেলিম রেজা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, তরুণদের নেতৃত্বের গুণাবলী বিকাশ এবং দেশের সামাজিক সমস্যা নিরসনে তরুণদের যে ভূমিকা রয়েছে, সে সম্পর্কে  সচেতনতা বৃদ্ধির লক্ষে বিশ্ববিদ্যালয় ইয়ুথ এন্ডিং হাঙ্গার এ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে যাচ্ছে।

আগামী ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর এ ট্রেনিং চলবে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।

শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ।

আবেদন লিংক https://www.facebook.com/events/137805646794409/।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর একটি অঙ্গসংগঠন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়ুথ এন্ডিং হাঙ্গার সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।