ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কবি নজরুলে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
কবি নজরুলে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা- ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ‘এ’ ইউনিটের এপি অংশের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) এদিন সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এপি অংশের সংগীত, চারুকলা, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপি অংশে মোট ১৬৫ আসনের বিপরীতে আবেদন পড়েছিলো এক হাজার ৫শ ৩৩টি। মোট পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ১শ ৬৩ জন পরীক্ষায় অংশ নেয়, অর্থাৎ উপস্থিতির হার ছিল ৭৬ শতাংশ।

পরীক্ষা আরম্ভ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন- সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, মিডিয়া ও প্রচার উপ-কমিটির সভাপতি প্রফেসর ড. রশিদুন নবী প্রমুখ।

এদিকে, উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের অনুমোদনে ইতোমধ্যে অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের এএল অংশের পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

‘এ’ ইউনিটের এএল অংশে ৪ হাজার ৪শ’ ৯২, এপি অংশে ১ হাজার ৫শ ৩৩, ‘ই’ ইউনিটে ১০ হাজার ৮শ ১৫, ‘ঈ’ ইউনিটে ৭ হাজার ১শ ৩৪ এবং ‘উ’ ইউনিটে ১৪ হাজার ৫শ ৪৭ নিয়ে সর্বমোট আবেদনকারীর সংখ্যা ৩৮ হাজার ৫শ ২১। মোট আসনসংখ্যা- ৯শ ৮০ এবং আসন প্রতি আবেদনকারীর সংখ্যা- ৪০। ‘ই’ ইউনিটে ২১ নভেম্বর, ‘ঈ’ ইউনিটে ২২ নভেম্বর এবং ‘উ’ ইউনিটে ২৩ নভেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।