ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে রাবি উপাচার্যকে স্মারকলিপি

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে রাবি উপাচার্যকে স্মারকলিপি

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন অনুষদে চলমান সান্ধ্য কোর্স বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। 

মঙ্গলবার (২১নভেম্বর) দুপুরে স্মারকলিপি দেন তারা।  

স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, শুধু এই বিশ্ববিদ্যালয়ই নয়, আরও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েই সান্ধ্য কোর্স চালু আছে।

তাই এ কোর্স বন্ধ করতে হলে একটু সময় লাগবে।

স্মারকলিপিতে বলা হয়, সান্ধ্য কোর্সের কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠ কার্যক্রম ব্যহত হচ্ছে। এছাড়া সান্ধ্য কোর্সের কারণে বিভিন্ন সমস্যাও তৈরি হচ্ছে। এমনকি শিক্ষার্থী দ্বারা শিক্ষক লাঞ্ছনার ঘটনাও ঘটেছে।  

চলতি শিক্ষাবর্ষে ভর্তি ফি যাতে না বাড়ানো হয় সে দাবিও জানানো হয়েছে স্মারকলিপিতে।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি তাসবিরুল ইসলাম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এ এম শাকিল হোসাইন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।