ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মুখে কালো কাপড় বেঁধে ডাকসু নির্বাচনের দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৭
মুখে কালো কাপড় বেঁধে ডাকসু নির্বাচনের দাবি নির্বাচনের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়: অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রগতিশীল ছাত্রজোট।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই অবস্থান কর্মসূচি পালন করে।

এতে বক্তব্য রাখেন- ছাত্র ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর, ছাত্র ইউনিয়নের সভাপতি তুহিন কান্তি দাস, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইভা মজুমদার প্রমুখ।

সৈকত মল্লিক বলেন, রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাই ডাকসু নির্বাচন চায়। কিন্তু নির্বাচনের পরিবেশ নেই অজুহাত তুলে নির্বাচন দেওয়া হচ্ছে না। তিনি অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের দাবিতে বিভিন্ন ধরনের ফেস্টুন প্রদর্শন করেন।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ছাত্র প্রতিনিধি নিয়ে পূর্ণাঙ্গ সিনেট গঠনের দাবিও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৭
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।