ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
ইবির ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। 

সোমবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপাচার্য অধ্যাপক ড. মো. রাশিদ আসকারী বরাবর আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করা হয়।

প্রকাশিত ফলাফলে ২৩ শতাংশ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

সে হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৪২২ শিক্ষার্থী পাস করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম তোহা, ‘এ’ ইউনিটের সমন্বয়কারী ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল বারাকাত মো. ফারুক, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. লোকমান হোসেন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল  ইসলাম নূরী, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম প্রমুখ।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে দুই হাজার ৮৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষা দিয়েছেন এক হাজার ৮২২ জন। এদের মধ্যে ৪২২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মেধা ও অপেক্ষমাণ তালিকায় অবস্থান, বিষয়ভিত্তিক ও মোট প্রাপ্ত নম্বরসহ ফলাফল সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd)  পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।