এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন (ডিইউমুনা)।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের ডকুমেন্টেশান অ্যান্ড প্রমোশন আন্ডার সেক্রেটারি জেনারেল রাফিদ মিনার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৮ ডিসেম্বর দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য নাহিদ রাজ্জাক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া ফয়জুন্নেসা, আন্তর্জাতিক সম্পর্ক বিভা্গের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী।
২১ ডিসেম্বর দুপুর আড়াইটায় সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দীন, বাংলাদেশে জাতিসংঘের বাসস্থান বিষয়ক উপদেষ্টা মিয়া সেপ্পো প্রমুখ।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে বৃহত্তর ভবিষ্যতের স্বার্থে বৈশ্বিক মিত্রতা। এতে ৫০০ জন শিক্ষার্থী অংশ নিবে। তারা দশটি কমিটির মাধ্যমে জাতিসংঘের আদলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এসকেবি/ওএইচ/