শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তরের পর শনিবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছর জেএসসি ও জেডিসিতে মোট জিপিএ পেয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৫৮৮জন।
২৪ লাখ ৮২ হাজার ৩৪২ জন পরীক্ষার্থীর মধ্যে এবার পাস করে করেছে ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ১ লাখ ৮৪ হাজার ৩৯৭ জন জিপিএ পাঁচ পেয়েছে। গত বছর পেয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৫৯ জন। গতবছরের চেয়ে কমেছে ৫০ হাজার ৬৬২টি।
মাদরাসা শিক্ষা বোর্ডে এবার জিপিএ পাঁচ পেয়েছে ৭ হাজার ২৩১ জন, গতবছর পেয়েছিল ১২ হাজার ৫২৯ জন। অর্থাৎ কমেছে ৫ হাজার ২৯৮টি।
এদিকে এবারও ছাত্রের তুলনায় ছাত্রীরা জিপিএ পাঁচ বেশি পেয়েছে। তবে গতবছরের তুলনায় কমেছে।
এ বছর জেএসসি ও জেডিসিতে মোট জিপিএ পাঁচ পাওয়া ছাত্রের সংখ্যা ৮০ হাজার ৮৯৮ জন, গত বছর ছিল ১ লাখ ৬ হাজার ৩৪৫ জন। কমেছে ২৫ হাজার ৪৪৭টি।
এবার জিপিএ পাঁচ পাওয়া ছাত্রীর সংখ্যা ১ লাখ ১০ হাজার ৭৩০ জন, গত বছর ছিল ১ লাখ ৪১ হাজার ২৪৩ জন। কমেছে ৩০ হাজার ৫১৩টি। এবার ছেলেদের তুলনায় মেয়েরা ২৯ হাজার ৮৩২টি জিপিএ পাঁচ বেশি অর্জন করেছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
ইইউডি/এএ