রাজশাহী শিক্ষাবোর্ডের জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী।
এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪২ হাজার ৪৫১ জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা ১ লাখ ২০ হাজার ৭৯৬ এবং ছাত্র ১ লাখ ১৬ হাজার ৩০৪ জন। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের হলরুমে পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার এ ফল ঘোষণা করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, গতবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ৬৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল দুই লাখ ৩২ হাজার ৬৬৪ জন।
এর মধ্যে পাস করেছিল দুই লাখ ২১ হাজার ৬১৭ জন। পরীক্ষায় ছেলেদের মধ্যে অংশ নেয় এক লাখ ১৬ হাজার ৩০৪ জন। মেয়েদের মধ্যে অংশ নেয় এক লাখ ২০ হাজার ৭৯৬৬ জন।
এদিকে, পিইসিতে এবার জেলায় পাসের হার ৯৩ দশমিক ৮৫ শতাংশ। আর ইবতেদায়িতে ৯৬ দশমিক ৩৬ শতাংশ। পিইসিতে মোট পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ৯৪৩ জন। পাস করেছে ৪১ হাজার ২৮৯ জন। আর ইবতেদায়িতে তিন হাজার ৫৯৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে তিন হাজার ৪৬৪ জন।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিসা বেগম জানান, পিইসিতে জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ২৮১ জন। আর ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ১২৬ জন। ফলাফল বিশ্লেষণে খুদে এই শিক্ষার্থীরা পরীক্ষায় বড় সফলতা দেখিয়েছে বলে মনে করেন এই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাফিসা বেগম।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসএস/এএ