ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এনাম মেডিকেল কলেজে ১৫তম ব্যাচের যাত্রা শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এনাম মেডিকেল কলেজে ১৫তম ব্যাচের যাত্রা শুরু  এমবিবিএস ১৫তম ব্যাচের যাত্রা শুরু

সাভার (ঢাকা): ভালো চিকিৎসক হওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো এনাম মেডিকেল কলেজ (এমেক) হাসপাতালের নতুন শিক্ষাবর্ষের এমবিবিএস ১৫তম ব্যাচের নতুন শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে সাভারে এমেক হাসপাতালে নিজস্ব অডিটরিয়ামে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। বরণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডা. এনামুর রহমান।  

বিশেষ অতিথি ছিলেন- এমেক একাডেমিক অ্যাডভাইসার প্রফেসর ডা.আব্দুল মান্নান শিকদার। এছাড়া চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন- এমেক হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল হক খানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ নবাগত শিক্ষার্থী ও অবিভাবকরা।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।