সোমবার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
মশিউর বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অধিভুক্ত সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তিনি ফেসবুকে ইভেন্ট খুলে আন্দোলনের ডাক দেন।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে মশিউরকে সেখান থেকে ধরে উপাচার্যের কক্ষে নিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমীন। সেখানে তাকে হেনস্তা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
উপাচার্যের কক্ষ থেকে মশিউরকে পরে প্রক্টরের কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সহকারী প্রক্টররা।
বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসকেবি/এইচএ/