ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি শিক্ষক সমিতির ত্রিমুখী লড়াই বৃহস্পতিবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
শাবিপ্রবি শিক্ষক সমিতির ত্রিমুখী লড়াই বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি নির্বাচন-২০১৮ ত্রিমুখী লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে শিক্ষকদের তিনটি প্যানেল।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সর্বমোট পাঁচ শতাধিক ভোটার এবং ১১টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা দু’টি প্যানেলে এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা একক প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা করছেন বলেও জানান তিনি।

আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’র সভাপতি পদে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, কোষাধ্যাক্ষ পদে সহকারী অধ্যাপক আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. ওমর ফারুক, যুগ্ম-সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া প্রতিদ্বন্দ্বীতা করছেন।  

আওয়ামীপন্থী অপর প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তাচর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকনবৃন্দ’র সভাপতি পদে অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহ-সভাপতি পদে অধ্যাপক আমিনা পারভীন, কোষাধ্যাক্ষ পদে অধ্যাপক ড. নারায়ণ সাহা, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, যুগ্ম-সম্পাদক পদে সৈয়দ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এদিকে বিএনপিপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’র সভাপতি পদে অধ্যাপক আব্দুর রহিম, সহ-সভাপতি পদে অধ্যাপক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ পদে ড. ইসমাইল হোসাইন, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক পদে অধ্যাপক মো. আমিনুল হক নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

এছাড়া ৬টি সদস্য পদের জন্যে প্রতি প্যানেলেই ছয়জন করে প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।