উত্ত্যক্তকারী ফারুক হোসেনের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি পুরান ঢাকায় একটি দোকানে মেকানিকের কাজ করেন।
রোববার (২১ জানুয়ারি) দুপুরে জবির টিএসসিতে উত্ত্যক্তকারীকে গণধোলাই দেন শিক্ষার্থীরা।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী লিখন সাংবাদিকদের বলেন, জবির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে ফারুক উত্ত্যক্ত করতেন। পরে ওই ছাত্রীর ফেসবুক আইডি থেকে তার এক সহপাঠী ফারুককে জবির টিএসসিতে আসতে বলেন। ফারুক টিএসসিতে আসলে প্রমাণসহ তাকে হাতেনাতে ধরেন শিক্ষার্থীরা। পরে তাকে গণধোলাই দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে জবি সহকারী প্রক্টর ড. মোস্তফা কামাল বাংলানিউজকে বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।
সুত্রাপুর এবং কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জানতে চাইলে তারা জানান, এ বিষয়ে কোনো অভিযোগ তারা পাননি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
কেডি/আরআর