সারাদেশে ডাকা ছাত্র ধর্মঘটের অংশ হিসেবে সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকে তারা এ ধর্মঘট পালন করেছে।
সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত জোটের নেতাকর্মীরা অনুষদগুলোর ফটক বন্ধ করে অবস্থান করে।
এরআগে ভোরে পরিবহন চত্ত্বরে অবরোধ করতে যান জোট নেতাকর্মীরা। জোট নেতারা জানিয়েছেন, সকালে পরিবহন চত্ত্বর থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। বেলা সাড়ে ১২টায় সমাজবিজ্ঞান অনুষদ থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হবে বলে জানিয়েছেন জোট নেতা মাসুক হেলাল অনিক।
জোট নেতা সুস্মিতা মরিয়ম বলেন, ‘ছাত্র ধর্মঘট স্বেচ্ছায় পালন করতে আহ্বান জানিয়েছি আমরা শিক্ষক-শিক্ষার্থীদের। আমাদের আহ্বানে সাড়া দিয়ে অধিকাংশ বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি। তিন-চারটি বিভাগে পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার কার্যালয়ের সামনে ঘেরাও করাকে কেন্দ্র করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছাত্রলীগের মারধরের প্রতিবাদে দেশব্যাপী এ কর্মসূচির ডাক দেয় প্রগতিশীল ছাত্রজোট।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জিপি