সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নিপীড়নবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাসুদ আল মাহাদী এ অনাস্থা জানান।
তিনি বলেন, গত ১৫, ১৭ ও ২৩ জানুযারির ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।
প্রক্টরের পদত্যাগ দাবি করে মাসুদ আল মাহাদী বলেন, দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি ১৫ ও ২৩ তারিখে শিক্ষার্থীদের ওপর যারা হামলা করেছিল তাদের বহিষ্কার করতে হবে।
সংবাদ সম্মেলনে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় প্রতিবাদ মিছিল ও প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করার কর্মসূচি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
এসকেবি/আরআর