সাতক্ষীরা জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, জেলার ৪১টি কেন্দ্রে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ২৬ হাজার ৩১৩ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিলো। কিন্তু প্রথম দিন এসএসসি’র ৬৭জন, এসএসসি ভোকেশনালের ৭জন ও দাখিলের ৬৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
এদিকে, জেলার তালা উপজেলার তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢিলেমি করার অভিযোগে চার কক্ষ পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমারেশ চন্দ্র বসু, শতদল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন খাতুন, সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রণব কুমার ঘোষ ও রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত কুমার রায়।
তালা বি দে সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরপদ নন্দী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
টিএ