শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরের আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।
আটকের পর দুপুর ১টায় পরীক্ষা শেষে প্রশ্নপত্র হুবহু মিল পায় গোয়েন্দা সংস্থার সদস্যরা।
আটক দেলোয়ার হোসেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের কলিমপুরের হুমায়ূন কবীরের ছেলে ও সিলেট সদর উপজেলার বাইশটিলা এলাকার বাসিন্দা।
আটকের পর দেলোয়ার স্বীকার করে ভৈরব থেকে তার এক চাচা প্রশ্নপত্রটি মোবাইলে দিয়েছেন। নগরের আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শরীফুল ইসলাম নামে তার এক ভাতিজা পরীক্ষা দিচ্ছিলো বলে- আটকের পর গোয়েন্দা সংস্থাকে জানায় দেলোয়ার।
পরে দুপুর ১টার দিকে তাকে সিলেট বিমানবন্দর থানার আম্বরখানা ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ দেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এনইউ/জিপি